অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১লা জানুয়ারী ২০২৬ | ১৭ই পৌষ ১৪৩২


লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৬

remove_red_eye

২১

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আবু বক্কর (৫৫)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নের ০২ নম্বর ওয়ার্ডের কচুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থল থেকে আবু বক্করের মরদেহ উদ্ধার করে। পরদিন বুধবার (৩১ ডিসেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আবু বক্কর ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ওসমান গণি বলির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বোন জুলেখা বেগম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি আবু বক্কর। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে পরিচয় নিশ্চিত করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে সুলতান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।