অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৪১

remove_red_eye

৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও  জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলমের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও এসএসসি চুরাশিয়ান গ্রুপের অন্যতম সদস্য  মাইনুল আলম ( ৫৭)  সোমবার ভোর ৫টায় স্ট্রোক জনিত কারণে  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে . . . রাজিউন )।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ গুনগ্রাহীদের রেখে যান। সোমবার সন্ধ্যায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা শেষে পৌর বাপ্তা গোরস্তানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে শোক জানান জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরণ,  হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, ফজলুর রহমান বাচ্ছু মোল্লা, হুয়ামুন কবির সোপান, এনামুল হক, জেলা বিএনপির দৈনিক বাংলার কণ্ঠ পরিবার, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু ও এসএসসি চুরাশিয়ান গ্রুপ বন্ধুরা। 


মোঃ ইয়ামিন