অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেনের নিকট ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানাযায়, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মাওলানা মোস্তফা কামাল, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, আমজনতার দল থেকে মো. জালাল উদ্দীন রুমী, ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মো.আবুল কালাম, স্বতন্ত্র থেকে হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম সহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 
‎চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন জানান, ভোলা-৪ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তারমধ্যে চরফ্যাশনে জমা দিয়েছেন ছয়জন, আর ভোলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্বতন্ত্র প্রার্থী মো.মহিবুল্লাহ, জাতীয় পার্টি থেকে মিজানুর রহমান জমা দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ৮ জন প্রার্থী তা দাখিল করেছেন।