অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার রাজাপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৯

remove_red_eye

৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় পূর্ববিরোধের জের ধরে ইউনিয়ন ছাত্রদল নেতা রেজওয়ান আমিন শিফাতকে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি ভোলার রাজাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হাওলাদারের পুত্র এবং ভোলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের স্নতোকোত্তরের ছাত্র। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান,  পূর্ব বিরোধকে কেন্দ্র করে সিফাত হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও সাকিবের কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে সিফাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যাওয়ার পথে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে তার চাচাতো ভাইসহ কয়েকজন মিলে হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে আহত করে রেখে যান।  এসময় সিফাতের ডাক-চিৎকারে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আলাউদ্দিন ও রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান বেপারী বলেন, দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা জানাতে ভোলা থেকে লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় অংশগ্রহণ করবেন। গত তিন দিন ধরে দলে দলে লোকজন ঢাকায় যাচ্ছেন। ভোলা থেকে বুধবার রাতে ১০টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাঁর ছেলেও ঢাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। মাগরিবের নামাজের পরে রেজওয়ান ব্যগ নিয়ে বের হলে পথিমধ্যে হাসিব, সাকিব, রণিসহ ঘিরে ধরে। পূর্ব শত্রুতার যের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. আলাউদ্দিনের ছেলে রেজওয়ানকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি (তদন্ত)  জিয়া উদ্দিন বলেন, খবর পুলিশ ঘটনা স্থলে গেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মোঃ ইয়ামিন