অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্পের অবহিতকরণ সভা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৫

remove_red_eye

২০৭

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় এবং আভাস-এর বাস্তবায়নে “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের  সভাকক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন আভাস এর ডাইরেক্টর এডভোকেসি এন্ড কমিউনিকেশন ও প্রকল্পের ফোকাল পার্সোন শহিদুল ইসলাম,। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কিশোরী ও তরুণীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে টেকসই জলবায়ু সমাধান বাস্তবায়নে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
সভা সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক চিন্ময় তালুকদার। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামাল উদ্দিন এবং কারিগরি সহায়তায় দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার সোয়েব ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


মোঃ ইয়ামিন