অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৫৭

remove_red_eye

১৬৩

এইচ আর সুমন : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জোলা সেচ্ছাসেবক দলের আহŸায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মুনতাসির আলম চৌধুরীর রবিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহŸায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ন আহবায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী আশরাফ উদ্দিন বাপ্পি আশরাফুল আলম ফিরোজ কামাল মোল্লা কামাল মেম্বার কামাল পাশা এমদাদ হোসেন, যুবরাজ সপন গোলদারসহসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তারা আরো বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে। ভোলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।


মোঃ ইয়ামিন