অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় চাঁদাবাজি চলবে না শিল্প-কারখানা হবে: গোলাম নবী আলমগীর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৭

remove_red_eye

১০০

এইচ আর সুমন : ভোলা একটি সম্ভবনাময় জেলা অথচ দূর্নীতির কারনে ভোলা পিছিয়ে আছে। রাস্তাঘাট নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বছর শেষ না হতেই রাস্তা শেষ হয়ে যায়। আমি বিজয়ী হলে ভোলায় এ সকল অনিয়ম হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ভোলা সদর-১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যতে গোলাম নবী আলমগীর আরো বলেন, ভোলাকে মডেল হিসেবে গড়ে তোলা হবে, ভোলাতে কোন চাঁদাবাজি চলবে না। ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্প-কারখানা করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তিনি সকলকে আগামী বছর (১২ ফেব্রুয়ারি)-তে অনুষ্ঠিত্ব্য নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন। 
ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরসামাইয়া ইউনিয়ন নির্বাচনী সমন্বয়কারী আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবদুল কাদের শেলিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আবদুল কাদের বিপ্লব প্রমুখ।


মোঃ ইয়ামিন