অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার চার আসনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৯

remove_red_eye

৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোলার চারটি আসনে বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পর্যন্ত ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে ভোলা-১ আসনে ৫ জন, ভোলা-২ আসনে ৪ জন, ভোলা-৩ আসনে ৩ জন ও ভোলা-৪ আসনে দুজন।
প্রার্থীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলহাজ গোলাম নবী আলমগীর, জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা ওবায়েদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জিয়াউর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান।
ভোলা-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম, আমজনতার দলের মো. আলাউদ্দিন ও স্বতন্ত্র তাছলিমা বেগম।
ভোলা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক ও ইসলামী আন্দোলনের মো. মোসলেহ উদ্দিন।
ভোলা-৪ আসনের বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ইসলামী আন্দোলনের এ কে এম কামাল উদ্দিন।
ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করেছেন।


ভোলা জেলা মোঃ ইয়ামিন