অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরার স্বাস্থ্য সেবায় যোগ হলো আধুনিক নৌ অ্যাম্বুলেন্স


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৮

remove_red_eye

১০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলার বাসিন্দাদের সংকটাপন্ন মুহুর্তে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 'শহীদ ওসমান হাদি' নামে একটি নৌ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড.এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নৌপরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে স্থানীয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে নৌ অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন তিনি।
এবিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমাদুল হোসেন বলেন,বিগত দিনে বৈরী আবহাওয়া থাকলে জরুরি মুহূর্তে মনপুরার বাসিন্দা ভোলা-বরিশাল গিয়ে উন্নত চিকিৎসা নিতে বেগ পেতে হতো। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয় একটি নৌ অ্যাম্বুলেন্স প্রদান করেছেন,এটি দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় ভোলা স্থানীয় সরকারের উপপরিচালক মো.মিজানুর রহমান,মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


মোঃ ইয়ামিন মনপুরা