অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার উত্তর বাপ্তা ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

২৪৯

মোঃ ইয়ামিন : ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাপ্তা ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় বাপ্তা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুল হক খোকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উত্তর বাপ্তা ইউনিয়নের বিএনপি নির্বাচন সমন্বয়কারী ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরীর রবিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সমন্বয়কারী জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন নিক্সন। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাপ্তা ইউনিয়ন বিএনপি'র  সাধারণ সম্পাদক হারুন মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আবায়ক জাকির হোসেন মনির, হারুন অর রশিদ সুমনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, সব ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাপ্তা ইউনিয়নসহ সর্বত্র আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করা জরুরি। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। পাশাপাশি কেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। একতা, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমেই বিজয় সম্ভব।


মোঃ ইয়ামিন