অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার ভেলুমিয়ায় শীতার্তদের মাঝে সেবা তরঙ্গের শীতবস্ত্র বিতরণ


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০৩

remove_red_eye

২৪২

মোঃ ইয়ামিন : ভোলা জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা তরঙ্গ–এর উদ্যোগে ভোলা জেলার ভেলুমিয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেবা তরঙ্গের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ সময় সেবা তরঙ্গের নেতৃবৃন্দ বলেন, সামাজিক কাজেই আমাদের অঙ্গীকার। মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সেবা তরঙ্গ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেবা তরঙ্গের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মোঃ ইয়ামিন