অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

১৭৩

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 
মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধাদের।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে এ সময় সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন, ওসি মো. অলিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে দৃষ্টিনন্দন ডিসপ্লের মাধ্যমে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের নানা রূপ, ভাষা, সংস্কৃতি, কৃষি, প্রকৃতি, ইতিহাস ও উন্নয়নের প্রতিচ্ছবি। 
ডিসপ্লেতে ধরা পড়ে ঐতিহ্য ও অগ্রগতির গৌরবময় বাংলাদেশও। এছাড়া হা-মীমের শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজে প্রতিটি পদচারণায় প্রকাশ পেয়েছে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের দৃঢ় অঙ্গীকার। এতে মুগ্ধ হন অতিথিরা। ডিসপ্লে এবং কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন করে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।


মোঃ ইয়ামিন