অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫০

remove_red_eye

১১৯

মহিউদ্দিন মহিন : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব  মোঃ আব্দুল খালেক সোমবার ( ১৫ ডিসেম্বর ) ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তাঁকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ হাকীম মোঃ রাজিউর রহমানসহ কলেজের শিক্ষকবৃন্দ। সভায় কলেজের সার্বিক প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম, চলমান একাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত  গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন অধ্যক্ষ মহোদয় ও ব্যবস্থাপনা কমিটির সদস্য শিক্ষকবৃন্দ।

সভায় সর্বশেষ বক্তব্যে উপসচিব  মোঃ আব্দুল খালেক ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ইউনানী শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
আলোচনা শেষে উপসচিব কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং জেলা প্রশাসক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিদর্শন কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি দেশের ইউনানী শিক্ষা ও চিকিৎসা খাতের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।


মোঃ ইয়ামিন