অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে জামায়াতের নির্বাচনী গণসংযোগে বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২০

remove_red_eye

৪৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চরফ্যাসনের জিন্নাগর ৯নং ওয়ার্ডের চকবাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন শাখার নির্বাচনী গণসংযোগ কর্মসূচি চলাকালে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা বিএনপি’র কর্মীদের দ্বারা জামায়াতের নেতাকর্মীদের ওপর নৃশংস ও বর্বর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গণসংযোগ চলাকালে আকস্মিক এই হামলায় একাধিক জামায়াতকর্মী গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার সময় হামলাকারীরা এম্বুলেন্সের পথ রোধ করে পুনরায় হামলা চালায়, ফলে আহতরা আরও মারাত্মকভাবে জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীরা পুলিশের ওপরও চড়াও হয়, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতি সরাসরি চ্যালেঞ্জ সৃষ্টি করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আহত নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করা হচ্ছে।
জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে—গণতান্ত্রিক সমাজে সহিংসতা, সন্ত্রাস ও রাজনৈতিক প্রতিহিংসার কোনো স্থান নেই। শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে হামলা গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। এ ধরনের অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক মোঃ আমির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


চরফ্যাশন