অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাংবাদিক অনুর ছেলে রিদমসহ ভোলার ১১ শিক্ষার্থীর এমবিবিএস ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৫ সকাল ০৭:৫১

remove_red_eye

২২২

এইচ আর সুমন : সরকারি মেডিক্যাল কলেজে ২০২৫ - ২৬ শিক্ষা বর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায়  উত্তীর্ণ হয়েছে ভোলার সিনিয়র সাংবাদিক সাবেক বিটিভির ও বর্তমান ইনডিপেনডেন্ট টেলিভিশনের  ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনুর ছেলে নুওয়াইসির হক রিদম। ভোলা সরকারি কলেজের ছাত্র রিদম মেধা তালিকায় ২২৩৫ তম স্থান লাভ করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে জন্য ভর্তির পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে । এবার শের ই বাংলা মেডিক্যাল কলেজে ভোলা থেকে এমবিবিএস কোর্সে একমাত্র রিদমই সুযোগ পেয়েছে।
একই কলেজের মুয়াজ বিন হুমায়ুন ৩২০০ তম স্থান লাভ করে দিনাজপুর মেডিক্যাল কলেজ এবং হাসনাইন আহমেদ আনন্দ ৪৪০০ তম অবস্থানে  থেকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনিত হয়।
এছাড়া ৫১০০ তম অবস্থান অর্জন করে শের ই বাংলা মেডিক্যাল কলেজে ডেন্টাল কোর্সে ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে ভোলার শিক্ষার্থী অরণ্য ও লাবন্য । 
ভোলা সরকারি  কলেজের শিক্ষক হুমায়ুন  কবিরের মেয়ে আনিকা ৯৬ তম অবস্থান অর্জন করে ঢাকা মেডিক্যাল কলেজ ও এডভোকেট  মাহাবুবুল হক লিটুর মেয়ে আদ্রিতা খুলনা মেডিক্যাল কলেজের জন্য উত্তীর্ণ হয়েছে।
অপর দিকে লালমোহন ও ভোলার বিভিন্ন  উপজেলার আরও ৪ জন জামালপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ  হয়েছে।


মোঃ ইয়ামিন