অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে তফসিল ঘোষণার পর বিএনপির ধানের শীষে ভোট চেয়ে মিছিল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২০

remove_red_eye

১৬২

দৌলতখান প্রতিনিধি : জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পরপরই নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছে দৌলতখান উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার(১১ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষে ভোট চেয়ে মিছিল ও পথসভা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।মিছিলটি দৌলতখান বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিস এর সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন। এসময় ধানের ভোট চেয়ে বিভিন্ন  স্লোগান দেন নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন সামনে চলে এসেছে। দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
নেতারা আরও বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মাঠে রয়েছে এবং থাকবে। দৌলতখানের মানুষ পরিবর্তন চায়,তাই ধানের শীষের পক্ষে ঢেউ সৃষ্টি হয়েছে।মিছিল ও পথসভায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলা বিএনপি ও দলের বিভিন্ন  অঙ্গসসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ ইয়ামিন