অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা মুক্ত দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৪১

remove_red_eye

৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ১০ ডিসেম্বর, ভোলা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই ঐতিহাসিক দিনে দ্বীপজেলা ভোলা মুক্ত হয়েছিল পাক বাহিনীর দখলদারিত্ব থেকে। দিবসটি উপলক্ষে  বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ঢোল-বাদ্য বাজিয়ে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।


শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসার, ভোলা সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভোলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আমিনুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব কেফায়েতউল্লাহ নজিব  প্রমুখ।
এসময় বক্তারা মুক্তিযোদ্ধার স্মৃতি চাড়ণ করণ করেন। এবং দেশ জাতীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবায়ন জানান । পাশাপাশি 
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি, ত্যাগ এবং প্রজন্মকে ইতিহাস জানাতে উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।


মোঃ ইয়ামিন