অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসে উদ্বোধনী কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ডিসেম্বর ২০২৫ রাত ১০:৩৮

remove_red_eye

৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দুর্যোগ পূর্ব. দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে নারী, পুরুষ, মেয়ে, ছেলে, প্রতিবন্ধী ব্যক্তি এবং লিঙ্গ বৈচিত্র্যময় মানুষের ভিন্ন ভিন্ন চাহিদা ও সংকটকে চিহ্নিত করে তাদের জন্য মানবিক কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণের লক্ষ্যে ভোলায় জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) চ্যাপ্টারের কাজ শুরু হয়েছে। ব্র্যাক, ইউএন উইমেন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে দি প্যাপিলন হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন  ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মুঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের  ডেপুটি ডিরেক্টর- রজত শুভ্র সরকার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা  সৈয়দ মোঃ আজিম উদ্দিন,  প্রজেক্ট লিড আব্দুল লতিফ খান, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট মর্জিনা খাতুন,  ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট আমিন উদ্দিন,  জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ ও ডিস্ট্রিক ম্যানেজার রেখা ইয়াসমিন।
দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন পেশাজীবী, শিক্ষক, নারী নেত্রী ও উন্নয়নকর্মী অংশ গ্রহণ করেন। 


মোঃ ইয়ামিন