অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জিজেইউএস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উদ্যোগে পাঁচ শতাধিক অতিদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে সংস্থার প্রধান কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. জাহিদুর রহমান, উপ-পরিচালক (নিরীক্ষা) মো. মমিন উল্লাহ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জাকির হোসেনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
শীত মৌসুমে হতদরিদ্র মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহায়তার অংশ হিসেবে এ কম্বল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। স্থানীয় সুবিধাভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।


মোঃ ইয়ামিন ভোলা সদর