অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তিন দিনব্যাপী খামারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তিন দিন ব্যাপি প্রানি সম্পদ খাত সংশ্লিষ্ট খামারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে।
রবিবার ৭ ডিসেম্বর পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিপি ইপিপি  ই ইউ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদের হলরুমে এ প্রশিক্ষনের আয়োজন করে।
গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন এর সভাপতিত্বে প্রধান অতিথির জেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রশিক্ষনের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহমুদ, পিকেএসএফ এর ব্যাবস্থাপক  মোঃ মজনু সরকার, সহকারি কর্মসুচি সমন্বয়কারি খন্দকার মনির হাসান, উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বযকারি মোঃ তারেক হাসান, টেকনিক্যাল অফিসার মর্তুজা জামান। সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নযন সংস্থার পিপি ই পিপি ই-ইউ প্রকল্প সমন্বয়কারি মোঃ আবু বকর।
প্রশিক্ষণে গ্রামীন জন উন্নয়ন সংস্থা, কোডেক, এফডিএ, নবলোক, উন্নয়ন সংস্থা, এন জি এফ, আদ¦দিন, উন্নয়ন প্রচেস্টা, ও আর আর এফ সহ ৯টি সংস্থার ৫০ জন ক্ষুদ্র খামারী অংশ গ্রহন করে।


মোঃ ইয়ামিন