অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে আ্যাডিশনাল এসপির মতবিনিময় সভা ও ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩৫

remove_red_eye

৫০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এ সময় ওসি মো. সিরাজুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার রাতে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে এ মতবিনিময় সভা এবং ওসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখার মাধ্যমে সমাজের সব ধরনের অসংগতি তুলে ধরেন। যার ফলে পুলিশের কাজ করতে অনেক সুবিধা হয়। সাংবাদিক এবং পুলিশ ঐক্যবদ্ধ থাকলে অপরাধমুক্ত সুন্দর একটি উপজেলা গড়া সম্ভব হবে। এছাড়াও বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রশংসা করেন। 
লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক মো. সোহেল আজিজ শাহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন