অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভোলা পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৪০

remove_red_eye

১০৪

কামরুল ইসলাম : ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শনিবার এশার নামাজের পর কালীবাড়ি রোডের বিল্লাহ জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তাঁর রোগমুক্তিসহ দ্রুত সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, বিল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ ছালেহ আহমেদ। দোয়া মোনাজত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সিকদার, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সরোয়ারুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম, ,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, জেলা জিয়া জিয়া পরিষদের সদস্য মো: আমিরুল ইসলাম,৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজল মিয়া,সহ সাধারণ সম্পাদক সজিব রহমান সাবু,সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাহাউদ্দিন।


মোঃ ইয়ামিন