অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার চরনোয়াবাদে মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতম খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে মহিলা দলের উদ্যোগে মধ্য চরনোয়াবদ আবদুল কাদের কালুমিয়ার বাড়ির উঠানে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আয়শা বেগম। এতে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। এসময় নেতারা তাঁর রোগমুক্তি, আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার প্রতি দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব জাকির হোসেন সবুজ, পৌর যুবদলের সদস্যসচিব ছগির আহমেদ, আলাউদ্দিন, মিজানুর রহমান নিজাম, মুসফিকুর রহমান রিঙ্কুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মোঃ ইয়ামিন