অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সাংবাদিক ইউনিয়নে কামরুজ্জামান আহবায়ক লোকমান সদস্য সচিব


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৭৬

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে একটি রেস্তরায় সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়। দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা সহকারী অধ্যাপক রেজাউল হাসানের সভাপতিত্বে ও দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাও: রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি। 
চরফ্যাশনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্ত প্রতিনিধি ও অধ্যক্ষ কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমারদেশ ও নাগরিক টেলিভিশনের প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সাংবাদিক আদিত্য  জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ( দৈনিক নিরপেক্ষ),এইচ নোমান ( ভোলা টাইমস), মো: নুরনবী ( দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান ( নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)কে সাধারন সদস্য করা হয়েছে। 
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন,ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।