অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় গাঁজা সহ আটক-২


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০২

remove_red_eye

৮২

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার  মনপুরায়  আটশগ্রাম   গাঁজাসহ দুইজনকে আটক করেছে মনপুরা থানা পুলিশ।
শুক্রুবার দুপুরে  উপজেলার জনতা  বাজার মাছ ঘাটে  তাদের গ্রেফতার করা হয়।
জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃমুজিবুর রহমানের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স এ এস আই সাগর দে, এ এস আই মিজান, কনস্টেবল দ্বীপক, মোশারেফ, ইলিয়াস এর নেতৃত্বে জনতা বাজারের মাছ ঘাট থেকে আটশগ্রাম গাঁজা সহ মাদক কারবারিদের আটক করা হয় ।

আটকৃতরা হলেন-উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের  পাটুল চন্দ্রদাস  (২৫), ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কেসব চন্দ্র দাস

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান,  গোপন সংবাদ পেয়ে মনপুরা থানার চৌকস টিম ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।  তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।


মোঃ ইয়ামিন