অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩১

remove_red_eye

১০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকালে কোষ্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ নাজমুল (২৮)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সিদ্দিক।
জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কোস্ট গার্ড আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মোঃ ইয়ামিন