অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষ উপাধ্যক্ষ ও শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

৬২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলাধীন ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং শিক্ষকগণের সাথে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও মুখলিস আলিম তৈরীর কৌশল নির্ধারণ সংক্রান্ত  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসা পরিবার, লালমোহন ভোলা এর আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ও উন্নয়ন পরিকল্পনা মো. জিয়াউর রহমান, সাতারকুল ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন।
লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য প্রদান করেন,
গজারিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খাঁনসহ আরও অনেকে, এসময় লালমোহন উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।


মোঃ ইয়ামিন লালমোহন