অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন গোলাম নবী আলমগীর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৩

remove_red_eye

৭৪

এইচ আর সুমন :  সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যান ভোলা সদর-০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, এবং ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
হাসপাতালের কেবিনে প্রবেশ করেই তিনি গভীর মানবিক আবেগে আপ্লুত হয়ে পড়েন। অশ্রুসিক্ত চোখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে আন্তরিক দোয়া করেন। 
আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, “খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করেন, আমীন।


মোঃ ইয়ামিন