অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৫

remove_red_eye

৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” ,তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের “ সার্বিক ব্যবস্থাপনায় ভোলা সুইমিং পুল কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষন সমাপণীর সনদ বিতরণ করা হয়। অত্যন্ত  আনন্দমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৩ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক।
মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক সাবেক সেনা সদস্য আব্দুল মোমিন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় ভোলা জেলায়  বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সাঁতার অনুর্ধ ১৪ প্রশিক্ষনার্থীকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন দেয়া হয়। সাঁতার প্রশিক্ষণে মোট প্রশিক্ষনার্থী  ছিল ৪০ জন। এতে, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার, মুক্ত সাঁতারের সহ বিভিন্ন স্টাইল শেখানো হয়। এসময় বক্তারা বলেন, বর্তমান যুগে ছাত্র-ছাত্রীদের মাদক, ইভটিজিং ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই।


মোঃ ইয়ামিন