বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২২
৬৩
প্রবেশগম্যতা নিশ্চিত করতে ৭ ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার আহ্বান
নেয়ামত উল্যাহ : ভোলার প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে সাতটি ক্ষেত্রে জরুরি উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ‘প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫।
দিনটি উপলক্ষে বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোলা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা ভোলা শহর প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন, ইসলামি আন্দোলন ভোলা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেইন প্রমূখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে অবকাঠামো, পরিবহন, সড়ক–ফুটপাত, ডিজিটাল প্ল্যাটফর্ম, শিক্ষা কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং আইন বাস্তবায়নসহ ৭টি ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
অবকাঠামোতে প্রবেশগম্যতা : ভবন ও স্থাপনায় র্যাম্প (জধসঢ়) নির্মাণ করতে হবে এবং সঠিক ঢাল (১:১২) বজায় রাখতে হবে। ভবনে প্রশস্ত দরজা ও করিডোর থাকতে হবে যাতে হুইলচেয়ারের চলাচল সহজ হয়। বহুতল ভবনে লিফট ও হাতল (ঐধহফৎধরষ) স্থাপন করতে হবে। ব্রেইল সাইন ও নির্দেশনা বোর্ড থাকতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ট্যাকটাইল পথ অপরিহার্য। টয়লেটগুলো হুইলচেয়ার বান্ধব করতে হবে, গ্র্যাব–বার ও পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
পরিবহনে প্রবেশগম্যতা: বক্তারা বলেন, ভোলার পরিবহনে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নেই বললেই চলে।গণপরিবহনে হুইলচেয়ার–র্যাম্প বা লিফট সংযোজন প্রয়োজন। প্রতিবন্ধী–বান্ধব আসন নির্ধারণ করতে হবে।বাস, লঞ্চ ও ট্রেনের চালক–সহকারীদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে।
সড়ক ও ফুটপাত উন্নয়ন : প্রতিবন্ধীদের উপযোগী মসৃণ ও স্থিতিশীল ফুটপাত তৈরি করা প্রয়োজন।রাস্তার মোড়ে র্যাম্প–যুক্ত স্লোপ নির্মাণ করতে হবে। ট্যাকটাইল গাইডলাইন স্থাপন করতে হবে।
ডিজিটাল প্রবেশগম্যতা: সরকারি বেসরকারি ওয়েবসাইট স্ক্রিন–রিডার সমর্থনযোগ্য হওয়া উচিত। ভিডিও কনটেন্টে সাইন–ল্যাঙ্গুয়েজ ও সাবটাইটেল যুক্ত করতে হবে। ই সেবায় সহজ মেনু ও ভিজ্যুয়াল ব্যবহারের পরামর্শ দেন বক্তারা।
শিক্ষা ও কর্মসংস্থান : ইনক্লুসিভ ক্লাসরুম ও সহায়ক যন্ত্রপাতি নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ শিক্ষকদের প্রশিক্ষণ বাড়াতে হবে।কর্মক্ষেত্রে প্রবেশগম্য অফিস, ভিজ্যুয়াল ও অডিও সহায়তা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন: স্বল্পমূল্যে বা ফ্রি হুইলচেয়ার, হেয়ারিং এইড, ওয়াকার প্রদান করতে হবে। ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা বাড়াতে হবে। জরুরি স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে।
আইন বাস্তবায়ন: প্রতিবন্ধী অধিকার আইন ২০১৩ বাস্তবায়ন জোরদার করতে হবে। সরকারি ভবন, স্কুল, হাসপাতাল, গণপরিবহনে প্রবেশগম্যতা বাধ্যতামূলক করতে হবে। নিয়মিত প্রবেশগম্যতা অডিট পরিচালনা করতে হবে। বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সাইন–ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ প্রসার এবং সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের উৎসাহ প্রদানও জরুরি।
সভায় মাওলানা তরিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের বরাদ্দ লোপাট করে, তারাই সমাজে বড় প্রতিবন্ধী—তাদের আগে চিকিৎসা হওয়া দরকার।
মো. ইকবাল হোসাইন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সহযোগিতা পেলে তারাই সম্পদে পরিণত হতে পারে।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের স্বাভাবিকভাবে সৃষ্টি করেছেন; তাই প্রতিবন্ধীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসা দরকার।
বক্তারা একযোগে মত দেন—সমন্বিত ও বাস্তবধর্মী উদ্যোগ ছাড়া প্রতিবন্ধীবান্ধব ভোলা গড়ে তোলা সম্ভব নয়।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক