অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ১২ ডিসেম্বর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

২৩৯

মলয় দে : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু স্বাক্ষরিত এক নোটিশে ২০২৬ সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের এই তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ও ৩ ডিসেম্বর প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে।
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমাদানের সময় প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসোসিয়েশনের ভোটার পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা, আর অন্যান্য পদের জন্য ১ হাজার টাকা। মনোনয়ন ফি অফেরতযোগ্য।
নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে একটি অবাদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন।


মোঃ ইয়ামিন