অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক যুবরাজের বোনের মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১

remove_red_eye

৭৩

এইচ আর সুমন : ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ যুবরাজের বোন ও শিবপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক বুলবুল বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শিবপুর ৭ নং ওয়ার্ডের চান মিয়া কনট্রাক্টর বাড়ির নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ১০টায় শিবপুর ৭ নং ওয়ার্ডের চালতাতলা জামে মসজিদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বুলবুল বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন।

তারা শোক বার্তায় বলেন, মরহুমা বুলবুল বেগমের মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার মতো শক্তি ও ধৈর্য দান করুন।

তারা আরও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


মোঃ ইয়ামিন