অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে দৌলতখানে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৭

remove_red_eye

৫৮

দৌলতখান প্রতিনিধি : নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। এ উপলক্ষে ভোলার দৌলতখানে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে  পরিবার পরিকল্পনা কর্মীরা কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 
মঙ্গলবার সকাল ১১টায় দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে এ কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় পরিবার পরিকল্পনা কর্মীরা বলেন,আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে আমরা ধারাবাহিকভাবে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
এসময় উপজেলায় কর্মরত সব পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ও পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।


দৌলতখান মোঃ ইয়ামিন