অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে লালমোহনে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের কর্মবিরতি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৪৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা।

সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে লালমোহন উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ের কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত বিধি কার্যকর না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে বলে তারা জানান। অংশগ্রহণকারীরা দাবি করেন, পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে মাঠকর্মীদের ন্যায্য দাবি পূরণ জরুরি।


মোঃ ইয়ামিন লালমোহন