অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় কনস্টেবল থেকে নায়েক: র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫৬

remove_red_eye

৭৭

মোঃ মহিউদ্দিন: ভোলা জেলা পুলিশের আয়োজনে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পাওয়া এক পুলিশ সদস্যকে সম্মানজনক র‌্যাংক ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

সোমবার (০১ ডিসেম্বর) ভোলা জেলা পুলিশ লাইন্সে নবপদোন্নত সদস্যের কাঁধে নায়েক র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার। র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার নবপদোন্নত নায়েককে শুভেচ্ছা জানান এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে অধিক আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যটি হলেন—
নায়েক মোঃ ফারুক

পদোন্নতিপ্রাপ্ত এ পুলিশ সদস্যকে ভোলা জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা জানানো হয়েছে।

 


মোঃ ইয়ামিন