অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা - বরিশাল সেতুর দাবিতে ভোলার ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লাল্টের সামনে অবস্থান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪২

remove_red_eye

৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে আজ সোমবার দুপুরের পর ভোলা থেকে ভোলার বাইরে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার দাবিতে চলছে জোরালো আন্দোলন। আন্দোলনকারীরা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক  ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) সামনে অবস্থা নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।  সোমবার সকালে থেকে  জেলার বিভিন্ন উপজেলা ও কলেজ, মাদরাসা থেকে বিক্ষোভ করে বোরহানউদ্দিন এসে জড়ো হয়ে বোরহানউদ্দিন উপজেলা ২২৫ মেঃ বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) সামনে অবস্থা করেন ও তাদেরকে জাতীয় গ্রেটের বিদ্যুৎ বন্ধের দাবি জানান। এসময়, নৌবাহিনীর, রেব, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়ন করা হয়েছে। 


২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের ব্যাবস্থাপক মিজানুর রহমান জানান, তারা আন্দোলনকারীদের সাথে একাত্ততা প্রকাশ করলেও তাদের পক্ষে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা সম্ভব নয়। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি ভোলা জেলায় বিদ্যুৎ সরবরাহ চালু রেখে ভোলার বাইরে সরবরাহ বন্ধ রাখতে হব। মূলত পদ্ধতিগত কারনেই এটা সম্ভব নয়। যদি কোন করণে বন্ধ রাখতেও হয় তাহলে ভোলা জেলাসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। 
অপর দিকে বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, পুলিশ যথাযথ সতর্কতা অবলম্বন করছে। তাছাড়া, ভোলার মানুষ শান্তি প্রিয়। আইন  শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণের মধ্যেই আছে। 
উল্লেখ্য, এর আগে সেতুসহ ৫ দফা দাবিতে  চরফ্যাশন উপজেলা থেকে তেতুলিয়া ও মেঘনা নদী পাড়ি দিয়ে লংমার্চকরে ঢাকার শাহবাগে অবস্থা করেন ও শাহবাগের বিক্ষোভ সমাবেশ করে ভোলার ভোলা বাঁশি ভোলা সর্বস্তরের জনগণ। সেখানে ১৪৪ ধারা জারি করা হলে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। 
তাদের ৫ দফা দাবি মানা না হলে সোমবার থেকে ভোলার গ্যাস এবং বুদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা।  


মোঃ ইয়ামিন