অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক হাবিবুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩১

remove_red_eye

৬৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  দৈনিক বাংলার কণ্ঠ ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার বাদ আসর ভোলা প্রেসক্লাবে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ভোলা জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশ নেন। 
দোয়া মোনাজাতের আগে সিনিয়র সাংবাদিক দৈনিক দক্ষিণ প্রান্তের সম্পাদক নজরুল হক অনু, ভোলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ওমর ফারুক, মরহুম হাবিবুর রহমানের ছেলে দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিব রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ মরহুম হাবিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।


মোঃ ইয়ামিন