অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮

remove_red_eye

৪৭

আকবর জুয়েল, লালমোহন: দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি  ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট  ভোলার লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।
লালমোহন  রিপোর্টার্স  ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটনকে সভাপতি, লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের সাবেক সহকারী অধ্যাপক মরহুম নোয়াব স্যারের পুত্রবধূ এ্যাডভোকেট কুন্তলা শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে পুনর্গঠিত লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতিগণ হলেন- কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল আলম, ডাঃ আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের  সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন।  
সদস্যরা হলেন-অগ্রনী ব্যংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, লালমোহন উপজেলা মসজিদের পেশ ইমাম একেএম নুরুল্যাহ, লালমোহন বাজারের হাকিমি দাওয়াখানার হাকীম মো. জামাল উদ্দিন, লালমোহন পৌরসভার কলেজ পাড়া নিবাসী হাফসা বেগম ও লালমোহন ঈদগাহ মসজিদের পেশ ইমাম  হাফেজ মো. ইমরান আতিক রাজীব।  
পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ১ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।


মোঃ ইয়ামিন লালমোহন