অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে প্রতারণার ফাঁদে পড়ে ৫০ হাজার টাকার ঋণ ছিনতাই


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৩

remove_red_eye

৭৬

ফখরে আজম, পলাশ, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিন উপজেলার হাজীকান্দি ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মঞ্জু (৪০), পিতা জেবল হক—তিনি গ্রামীণ উন্নয়ন সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মঞ্জু তজুমদ্দিন মুচি বাড়ির কোনা এলাকা পার হয়ে অনিল সাধুর মন্দিরের পূর্ব পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাকে আটকিয়ে বলেন,
“আমি অফিসে নাই, আপনি কিভাবে টাকা নিয়ে এলেন? এখানে টাকার হিসাব মেলে না। অফিসে যেতে হবে।”
ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে মঞ্জু মোটরসাইকেলে ওঠেন। পথিমধ্যে ছিনতাইকারী কৌশলে নিজের মোবাইল ফোন মাটিতে ফেলে দিয়ে বলেন, “মোবাইলটা উঠাইয়া নেন।”
মঞ্জু নিচে নেমে মোবাইল তুলতে ঝুঁকতেই মোটরসাইকেলযোগে টাকাসহ দ্রুত পালিয়ে যায়।

পরে মঞ্জু ছিনতাইকারী রেখে যাওয়া মোবাইলে সংরক্ষিত নম্বরে কল দিলে ফোনের অপরপ্রান্তে থাকা এক যুবক জানান—এ মোবাইলটি তাদের, যা তিনদিন আগে ভোলার বেলু মিয়া এলাকা থেকে চুরি হয়েছে এবং ভোলা সদর থানায় এ বিষয়ে একটি জিডি রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মঞ্জু তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


মোঃ ইয়ামিন তজুমদ্দিন