অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমানের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ১০:০৩

remove_red_eye

১০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রকাশ ও সম্পাদক এবং  ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান এর স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল নামে। শুক্রবার বাদ আসর মরহুমের পরিবারের পক্ষ থেকে স্টেডিয়াম সড়কের নিজ বাস ভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুকুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল চৌধুরী, দৈনিক ভোলাবাণী পত্রিকার সম্পাদক আবু তাহের, দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দক্ষিণ প্রান্তের সম্পাদ এ্যাডভোকেট নজরুল হক অনু, আলতাজের রহমান কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটব চৌধুরী, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম রবীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লুকু চৌধুরী, দক্ষিণ দীঘলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমান মোহাম্মদ সফিউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন খানসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলন।  

উল্লেখ্য গত ২৪ নভেম্বর ৩টায় ঢাকার পিজি হাসপাতাল চিকিসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে এই প্রবীণ সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন