অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ভোলার ছেলে মোঃ শামসুদ্দিনের লেফটেন্যান্ট পদে পদোন্নতি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৮৬

লালমোহন প্রতিনিধি : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি সার্জেন্ট মোঃ শামসুদ্দিন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছে। সম্প্রতি আমেরিকার নিউইয়র্ক শহরে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করেন। এতে বাংলাদেশের অন্যান্যদের মধ্যে ভোলার লালমোহনের মোঃ শামসুদ্দিন  লেফটেন্যান্ট পদে পদোন্নতি পায়। তাদের এই পদোন্নতিতে  বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশের আরো কয়েকজন পদোন্নতি পাওয়ায় তাদেরও অভিনন্দিত করে বাপা। 
সংগঠনটি এক বার্তায় জানায়, তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশি কমিউনিটির জন্যও গর্বের। অভিনন্দন বার্তায় বাপা প্রকাশ করেন “আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং কমিউনিটির সেবায় অঙ্গীকার আপনাদের এই স্বীকৃতি এনে দিয়েছে। আপনাদের অর্জনে বাপা গর্বিত এবং ভবিষ্যতে আপনাদের আরও উন্নতি ও সাফল্য প্রত্যাশা করে।”
মোঃ শামসুদ্দিন লালমোহন পৌরসভার ১১নং ওয়ার্ডের রাঢ়ি বাড়ির মরহুম হাজি আনিছল হক মিয়ার দ্বিতীয় পুত্র। তিনি ২০১২ সালে নিউইয়র্কের পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০২১ সালে তিনি সার্জেন্ট পদে পদোন্নিত পান। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে নিউইয়র্কের বর্ষসেরা পুলিশ নির্বাচিত হন তিনি। 
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) হল যুক্তরাষ্ট্রের বৃহত্তম ও সবচেয়ে পরিচিত মেট্রোপলিটন পুলিশ বিভাগ, যা নিউ ইয়র্ক সিটিতে  আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কর্তব্যরত। বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন বাপা। বাংলাদেশি বংশোদ্ভূত আইনশৃঙ্খলা কর্মকর্তা ও অফিসারদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের সম্পর্ক গঠন করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। মো. শামছুদ্দিন নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট পদে পদোন্নতি পাওয়ায় লালমোহনের বিভিন্ন সংগঠন অভিননন্দ জানিয়েছেন। 


মোঃ ইয়ামিন লালমোহন