অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


রাষ্ট্রীয় মযাদায় সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের দাফন সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২৩

remove_red_eye

৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দক্ষিণাঞ্চলের প্রথিতযশা রাষ্ট্রপতি পদক প্রাপ্ত সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, বাংলাদেশ বেতারের সাবেক প্রতিনিধি দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক এম. হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মযাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে মহাজনপট্টি বড় মসজিদের গোরস্থানে তাকে দাফন করা হয়। আগের দিন সোমবার বিকাল ৩টায় শ্বাসকষ্ট জনিত রোগের কারনে ঢাকার পিজি হাসপাতালের আই সি ইউ তে থাকা অবস্থায় ইন্তেকাল করেন।


জানাজা’র আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমানকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের উপস্থিতিতে গার্ড অব অনার দেওয়া হয়। এর ও আগে ভোলা প্রেসক্লাবের সামনে তাকে সাংবাদিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া মোনাজাত করা হয়। 
হাবিবুর রহমান ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। 
এর আগে গত ২৩ নভেম্বর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন,অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।
এম হাবিবুর রহমান , ৯ বার ভোলা প্রেসক্লাবের সভাপতি, ৮ বার সম্পাদক নির্বাচিত হয়ে ৩০ বছর দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর ঘূর্ণিঝড়েরর প্রথম পূর্বদেশ পত্রিকায় প্রকাশ, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে পানহানাদার বাহিনীর টর্চার সেলের ছবি ধারণ করে পত্রিকায় প্রকাশ করার জন্য একাধিক  পুরস্কার পান। তিনি বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।


জানাজায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখার পাশপাশি উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম,  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সম্পাদক মোতাছিন বিল্লাহ, ইসলামী আন্দোলনের সেক্রেটারী তরিকুল ইসলাম তারেক, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাফুজুর রহমান, তজুমদ্দিন উপজেলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. ফারুকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, প্রেসক্লাবের বর্তমান আহ্বায়ক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেত, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, জেলা সুজনের সভাপতি মুহাম্মদ মোবাশ্বের উল্লাহ চৌধুরী, একই সংগঠনের সম্পাদক ও ভোলা থিয়েটারের সভাপতি ও সময় টিভি’র জেলা প্রতিনিধি নাসির লিটন, জেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, আঞ্জুমান মফিদুল ইসলামের সেক্রেটারী খন্দকার বনি-আমিনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।


দৈনিক বাংলার কণ্ঠ ভোলা সদর মোঃ ইয়ামিন