অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে সাগরে নিখোঁজ ১৩ জেলেকে উদ্ধারের দাবিতে স্বজনদের সড়ক অবরোধ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯

remove_red_eye

৭৮

আকবর জুয়েল, লালমোহন : লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় এই অবরোধ অনুষ্ঠিত হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
পরিবারের সদস্যরা জানান, গত ১১ নভেম্বর ‘মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটে ৫ দিনের খাদ্যসামগ্রী নিয়ে বাত্তির খাল এলাকা থেকে তারা সাগরে রওনা দেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ ঘরে না ফেরায় স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়।
নিখোঁজ জেলে সাব্বিরের স্ত্রী সীমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “১৫ দিন ধরে আমার স্বামী মোঃ সাব্বিরসহ অন্য কোনো জেলের খোঁজ পাচ্ছি না। প্রশাসন থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। বাধ্য হয়েই আমরা সড়ক অবরোধ করেছি। স্বামী ছাড়া আমার আর কেউ নেই, আমি তাকে ফিরে পেতে চাই।”
সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ কোস্টগার্ড সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিখোঁজ জেলেদের উদ্ধারে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি তুলে নেন এবং পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সচেতন মহল দ্রুত নিখোঁজ জেলেদের সন্ধান পেতে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা কামনা করেছেন।


মোঃ ইয়ামিন লালমোহন