অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

১১৩

এম এ হালিম তজুমদ্দিন থেকে : ভোলার  তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ইমন মটর সাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন। শক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে বাটমারা মাহফিল থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়ি তজুমদ্দিনে আসার পথে ভোলা-চরফ্যাশন সড়কের কুঞ্জের হাট সংলগ্ন রাস্তায় অপর দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতাল এবং রাতেই বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিতহ ইমন তজুমদ্দিন উপজেলার গুরিন্দা বাজার ফার্মেসি ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের ছেলে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র


তজুমদ্দিন মোঃ ইয়ামিন