অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৭৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ইসলামিক মডেল একাডেমির মাঠে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে সমাবেশ হয়। এ সময় নিয়মিত উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক নিয়মকানুন মেনে চলায় একাডেমির ১৭ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 
গজারিয়া ইসলামিক মডেল একাডেমির পরিচালক সার্জেন্ট (অব.) মাইনুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা ইয়াকুব শরিফ সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোস্তফা কামাল। 
এছাড়াও এ সময় অধ্যক্ষ মাওলানা জাফর উদ্দিন, প্রভাষক আমির হোসেন দুলাল, একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য মো. শাহজাদা আহমেদ, মাওলানা মো. রফিকুল ইসলাম, আবুল কালাম, ফয়েজ আহমেদসহ একাডেমির শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


লালমোহন মোঃ ইয়ামিন