অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

১৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর ২০২৫) ভোলা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সদর উপজেল অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ-উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, মাটি ও পানি ব্যবস্থাপনা, উন্নত মানের বীজ, সবজি চাষ এবং রোগবালাই ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী এই কর্মশালায় ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।


ভোলা সদর মোঃ ইয়ামিন