অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার পরানগঞ্জে ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৭০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের পরাণগঞ্জ এলাকায় ‘তারুণ্যের উৎসব ও সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) শিক্ষা কেন্দ্র, কৈশোর, যুব ও প্রবীণ কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও কাচিয়া ইউনিয়নের প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরাণগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল।
ফুটবল প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষা কেন্দ্র ও কৈশোর–যুব–প্রবীণ ক্লাবের আয়োজিত দৌড়, চেয়ার সিটিং, সংগীত, নৃত্য, চকলেট দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় জনসাধারণ, যুবসমাজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।


ভোলা সদর মোঃ ইয়ামিন