অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৬

remove_red_eye

১৩৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ  বৃহস্পতিবার  সন্ধ্যায় ৬ টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ..  রাজিউন)। আনোয়ারা আহমেদ  দীর্ঘদিন কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যকালে বয়স ৭৬ বছর। 
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর  ভোলার বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ মাঠে প্রথম জানাজা ও দক্ষিন দিঘলদী কোড়ালিয়া গ্রামের বাড়ির সামনের মাঠে দ্বিতীয় জানাজা  শেষে  পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।  জানাজায় সর্বদলীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। 
মৃত্যুকালে তিনি স্বামী,  এক মেয়ে ডা : তাসলিমা আহমেদ,  ৭ ভাই, ৩ বোনসহ গুণগ্রাহী রেখে যান। ১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন তালুকদার বাড়ির মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।  তোফায়েল  আহমেদ নিজেও দীর্ঘ দিন অসুস্থ্য ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন থাকায় তার পক্ষে জানাজায় উপস্থিত থাকা সম্ভব হয় নি।  মরহুমের মরদেহ নিয়ে ভোলায় আসেন এক মাত্র মেয়ে তাসলিমা জামান  মুন্নী, মেয়ে জামাই ডাক্তার তৌহিদুজ্জামান তুহীন ।  তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ একজন গুনী মানুষ ছিলেন। তিনি নিরবে বহু মানুষকে নানা সাহায্য সহযোগীতা করতেন। মক্তব মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান ছিলেন।
এদিকে জানাজায় অংশ নিতে বাংলাবাজারে তার জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে।  জানাজায় জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান   ও কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ  জাতীয় পরিষদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সাভেক সভাপতি হামিদুল হক বাহালুল,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, দৌলতখান  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ  এর ভোলা-১ আসনের প্রার্থী ওবাদুর রহমান  ওবায়েদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ হাওলাদার, জেলা বিএনপি নেতা স্বাকে ইউপি চেয়ারম্যান আবু নোমান, মোহাম্মদ সফিউল্লাহ,স্থানীয় বিএনপি নেতা শাহেআল সহ জেলা ও  বিভিন্ন উপজেলার  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন