অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৪

remove_red_eye

১৩৮

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে বিকেল ৪ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর ৩ টায় কৃষ্ণার স্বর্নের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রমেস কাঠের দোকান, কৃষ্ণা স্বর্নের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপনের গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দ্যবের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।


এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্নের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। আগামীকাল (শনিবার)  জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসছেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন