অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার বিষয়ক মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ০৮:২৯

remove_red_eye

১৬২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে প্রতিষ্ঠিত এসটিএস ডায়াগনস্টিক সেন্টার'র শেয়ার হোল্ডার বিষয়ক  মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২১নভেম্বর) সকাল ৯টায় থানা মোরের উত্তর পাশের ব্রাইট টাওয়ারের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শেয়ার হোল্ডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিতি ও রেজিস্ট্রেশন শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. নিজামুল হক নাঈম।
এসময় তিনি বলেন, এসটিএস ডায়াগনস্টিক সেন্টার শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়—এটা লালমোহনবাসীর স্বাস্থ্য নিরাপত্তার নতুন ভরসা। আমরা এমন একটি সেবা প্রতিষ্ঠান গড়তে চাই, যা বিশ্বাস, গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন হবে। শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ আমাদের আরও শক্তি জোগায়। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান ভোলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এসময় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  কাজী মুহাম্মাদ শাহে আলম। তিনি বলেন, লালমোহনের মানুষের হাতে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসটিএস ডায়াগনস্টিক সেন্টার কাজ করবে। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয় এটি মানুষের সেবায় অংশগ্রহণ।
আরও বক্তব্য রাখেন,  পাবলিসিটি ও মার্কেটিং ইনচার্জ মো. আবুল কালাম ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং পরিকল্পনা উপস্থাপন করেন, যা শেয়ার হোল্ডারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। উদ্বোধনী অনুষ্ঠান ও সার্বিক প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন জেনারেল ম্যানেজার  এম এ হাসান।
অনুষ্ঠানে ল্যাবরেটরি সুবিধা, চিকিৎসকদের তালিকা, আধুনিক যন্ত্রপাতির সক্ষমতা ও সার্বিক সেবা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহে আলম। 
এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শেয়ার হোল্ডাররা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
সমাপনী বক্তব্য প্রদান করেন সভার সভাপতি। শেষে শেয়ার হোল্ডারদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।


লালমোহন মোঃ ইয়ামিন